Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ জুলাই, ২০১৯ ০৪:০৪
আপডেট : ১৯ জুলাই, ২০১৯ ০৬:১৩

বন্যায় তলিয়ে গেছে জঙ্গল, গৃহস্থের বিছানায় বাঘ

অনলাইন ডেস্ক

বন্যায় তলিয়ে গেছে জঙ্গল, গৃহস্থের বিছানায় বাঘ
সংগৃহীত ছবি

ভারতের আসমের বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। পানির তলায় চলে গেছে কাজিরাঙা, মান জাতীয় উদ্যান ও পবিতোড়ো বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বাঘের ছবি। আড়াল থেকে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানি থেকে বাঁচতে কাজিরাঙায় একটি ঘরের বিছানায় বিশ্রাম নিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 

বাগোরি রেঞ্জের হারমোতির কাছে একটি ঘর ও দোকানে ঢুকে পড়েছিল বাঘটি। জানা গেছে, সকাল ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে বাঘটি। জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ এলাকাই পানিমগ্ন হওয়ায় সেটি পালিয়ে এসেছিল লোকালয়ে। 

বাগোরি রেঞ্জের বন কর্মকর্তা পঙ্কজ বোরা জানিয়েছেন, বাঘটির বিশ্রামে ব্যাঘাত ঘটানো হয়নি। সেটিকে নজরে রাখা হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য