লাড্ডু খেতে অনেকেই পছন্দ করেন। খুব উপাদেয় ও আকর্ষণীয় হিসেবে দিল্লিকা লাড্ডুর কথা বলে মানুষ। সে লাড্ডুও কেনার সামর্থ রয়েছে সবারই।
কিন্তু এবার দিল্লির সেই লাড্ডুর সীমানা ছেড়ে বহু দূর চলে গেছে ভারতেরই হায়দ্রাবাদের বালাপুরের এক লাড্ডু।
পাঁচ-দশ বা শ’ খানেক টাকা নয়, সেখানে এক লাড্ডুর দাম উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা! খবর এনডিটিভির।
এই একটি লাড্ডুর এত দামের কারণ এর ওজন ২১ কেজি। হায়দ্রাবাদের বালাপুরে গণেশ বিসর্জন উপলক্ষে এ বৃহৎ লাড্ডু তৈরি করা হয়। অতঃপর তা নিলামে তোলা হয়।
আর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিলামে সর্বোচ্চ দাম ১৭ লাখ ৬০ হাজার টাকায় সেই লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।
এনডিটিভি জানিয়েছে, সোনার মোড়কে ওই বিশাল লাড্ডুটি রূপার থালায় করে দেয়া হয় রাম রেড্ডিকে। এরপর গণেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন রেড্ডি।
জানা গেছে, শুধু এই লাড্ডুই নয় এর আগেও দুইবার নিলামে জয়ী হয়েছেন কোলানু রাম রেড্ডি।
২০১৮ সালে একই স্থান থেকে নিলামে যে লাড্ডুটি কিনেন তিনি তার দাম ছিল ১৬ লাখ ৬০ হাজার টাকা।
১৯৯৪ সাল থেকে বালাপুরে গণেশ বিসর্জনে বিশালাকার লাড্ডু বানিয়ে তা নিলাম হয়ে আসছে। বিষয়টি এখন সেখানের ধর্মীয় রীতিতে পরিণত।
বিডি প্রতিদিন/কালাম