করোনা রুখে দিতে পারে কাঁঠাল। এমনই একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই রাতারাতি কাঁঠালের বিক্রি বেড়ে গিয়েছে। বিশেষ করে ভারতের আসামে বিভিন্ন এলাকায় বাজার থেকে উধাও কাঁঠাল।
একই সঙ্গে বিপুল চাহিদা বেড়ে গিয়েছে কাঁঠালের বীজেরও। অ্যামাজনে কাঁঠালের বীজ এক একটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। তাও আবার ৪৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরে।
কাঁঠাল প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হলেও এর করোনা প্রতিরোধ ক্ষমতা নিয়ে করোনা বিশেষজ্ঞরা কোনো মতামত দেননি। করোনা সংক্রমণ প্রতিরোধে এখনো কোনো ভ্যাকসিনও আবিস্কৃত হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা