২৫ সেপ্টেম্বর, ২০২০ ০১:১২

গায়ের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বাঁচল ২ বছরের শিশু

অনলাইন ডেস্ক

গায়ের ওপর দিয়ে ট্রেন চলে গেলেও প্রাণে বাঁচল ২ বছরের শিশু

সংগৃহীত ছবি

অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল ভারতের ফরিদাবাদে। ট্রেনের তলায় পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল দুই ‌বছরের শিশু। এরপর ট্রেনের লোকো পাইলটদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করল ভারতের রেল কর্তৃপক্ষ। 

ভারতের ফরিদাবাদের বল্লভগড় স্টেশনের কাছে রেললাইনের ওপরে খেলছিল দু’‌বছরের সেই শিশু ও তার বড় ভাই। সেই বড় ভাই হঠাৎই তার ছোট ভাইকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়। তখনই তার দিকে ছুটে আসছিল একটি মালবাহী ট্রেন। লাইনের ওপরে বাচ্চাটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আপৎকালীন ব্রেক কষেন এক লোকো পাইলট। কিন্তু ততক্ষণে ট্রেন বাচ্চাটির গায়ের ওপর দিয়ে চলে গেছে। 

ট্রেন থামতেই আতঙ্কিত হয়ে চালকেরা নেমে আসেন। নামতেই চমখে ওঠেন তারা। আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। বাচ্চাটি ইঞ্জিনের নীচে। কিন্তু নড়াচড়া করছে। এবং উদ্ধার করার পর দেখা যায়, গায়ে একটি আঁচড়ও লাগেনি তার। তারপর তাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এবমং যে বড় ভাই বাচ্চাটিকে ধাক্কা দিয়েছিল, তাকে জোর ধমকও দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ থেকে চালক ও তার সহকারীকে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর