সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (পূর্বে টুইটার) ছাড়ার ঘোষণা দিয়েছেন লেখক স্টিফেন কিং। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। কারণ, হিসেবে তিনি বলেছেন, এক্সের পরিবেশ 'টক্সিক' বা বিষাক্ত।
বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে কিং লিখেছেন, 'আমি টুইটার ছেড়ে যাচ্ছি। থাকার চেষ্টা করেছি, কিন্তু পরিবেশ খুব টক্সিক হয়ে উঠেছে। আপনারা চাইলে থ্রেডসে আমাকে ফলো করুন।'
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন যোগাযোগ মাধ্যম 'এক্স' থেকে তাকে নিষিদ্ধ করা হয়নি বলে মন্তব্য করার, একদিন পরই এই ঘোষণা দিলেন এই জনপ্রিয় হরর লেখক।
তিনি বলেন, 'আমি শুনেছি একটি গুজব ছড়িয়েছে যে আমি মাস্ক-ম্যানকে ট্রাম্পের নতুন 'ফার্স্ট লেডি' বলেছি। আমি এমন কিছু বলিনি, এমনকি আমি এ ধরনের কোনো কিছু চিন্তাও করিনি। আরও একটি গুজব ছড়িয়েছে যে মাস্ক নাকি আমাকে টুইটার থেকে নিষিদ্ধ করেছে। কিন্তু আমি এখনও এখানেই আছি।'
স্টিফেন কিং ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। কিংকে হরর কাহিনীর চেয়েও 'ভয়ঙ্কর' বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।
ব্যবহারকারীদের থেকে প্রতিমাসে এক্স-এর ভেরিফিকেশন টিকিয়ে রাখার জন্য ২০ ডলার করে নেওয়ার সিদ্ধান্তের পর প্রথমবার কিং মাস্কের সঙ্গে মতবিরোধে জড়ান। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের পর যে হতাশা ও বিস্ময় প্রকাশকারীদের মধ্যে কিং একজন।
বিডি প্রতিদিন/নাজমুল