প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে। জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ স্মারক হস্তান্তর করেন।
উত্তরায় ল্যাবএইড কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ল্যাবএইড গ্রুপ ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)’র মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত এ অত্যাধুনিক হাসপাতালটি চালু হলে রাজধানীর উত্তরা ও তার আশপাশের জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসার এক দুয়ার খুলে যাবে। ২০২৬ সাল নাগাদ হাসপাতালটি চালু করা হবে। -বিজ্ঞপ্তি