বিএনপির নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামদানায় ভোট দিতে কেউকে ভোটকেন্দ্রে যেতে দেখা যাননি। এলাকার রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৯১০ জন হলেও আজ রবিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ভোটগ্রহণ হয়নি বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
রামদানা এলাকায় মহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক ও ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।
এদিকে রামদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া বিশ্বনাথের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলিকোনা এলাকার এলাহাবাদ আলীম মাদরাসা, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ হয়েছে।
গতকাল শনিবার রাতে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদকে আটক করেছে পুলিশ।