দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বঙ্গবন্ধুর নাতি ও হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের ভাই স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন (আনারস প্রতীক) বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ হাজার ৩শ’ ৯ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন।
নিক্সন পেয়েছেন ৯৮ হাজার ৫শ’ ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দলীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ (নৌকা প্রতীক) পেয়েছেন ৭২ হাজার ২৮৪ ভোট।
ফরিদপুর-৪ আসনে মোট ১৬৬ কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৩২৯ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ২৫৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬২জন।
আসনটিতে মোট ভোটারের মধ্যে ৪৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্র্নিং অফিসার আবু হেনা মোরশেদ জামান।