জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট প্রদানকে স্বাভাবিকই মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘আসল ভোট থাকলে ভোট জাল হবেই।’
সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনে ছোট ছোট শিশুদের ভোট দিতে দেখা গেছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে সুরঞ্জিত বলেন, ‘আসল ভোট থাকলে ভোট জাল হবে না, এটা পাইলেন কোথায়? আসল ভোট থাকলে ভোট জাল হবেই।’
তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানেছি ৪২ ভাগ মানুষ ভোটে অংশ নিয়েছে। এ ধরণের বিচ্ছিন্ন ঘটনায় কি হয়? নির্বাচন সুষ্ঠ হয়েছে এটাই বড়ই কথা। এ নির্বাচনকে ‘নীতি ও আদর্শের’ নির্বাচন বলেও আখ্যা দেন দপ্তরবিহীন সাবেক এ মন্ত্রী।
সুরঞ্জিত অভিযোগ করে বলেন, কিছু দেশি-বিদেশি গণমাধ্যম এই নির্বাচনের ইতিবাচক দিকগুলো তুলে না ধরে নেতিবাচক দিকগুলো নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনাদের যদি কোনো সাংবিধানিক, গণতান্ত্রিক দাবি থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে পারে। জেদের বশে গণতন্ত্রকে নস্যাৎ করবেন না। এখনও সময় আছে গণতন্ত্রের পথে আসুন। আমরা সংবিধান থেকে এক চুলও নড়বো না।