পুলিশের হাতে আটক বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ফজলুল হক মিলনকে দুদিনের জন্য পুলিশি হেফাজতে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। আজ বুধবার বিকেলে বিএনপি'র এই তিন নেতাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হলে আদালত শুনানি শেষে এই নির্দেশনা দেয়। এ
র আগে গতকাল তাদের আটক করা হয়। এরপর আজ দুপুরে বোমাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে পুলিশের পক্ষে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।