প্রধান বিরোধী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলের শীর্ষ সাত নেতার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাদের সাত কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
এ মামলায় গ্রেফতার অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আসামিপক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।
এর আগে মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় মোট ২৭ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তারা।