দশম জাতীয় সংসদের 'সংসদ নেতা' নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছে।
অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্ত্রী ও দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বিরোধী দলীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। দলটির নীতিনির্ধারণী মহলে যোগাযোগ করে এ তথ্য জানা গেছে।