বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিমান্ড বিষয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে গতকাল মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উসকাি দেয়ার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ আদেশ দেন।