১৮-দলীয় জোটের ডাকা দীর্ঘদিনের অবরোধ-হরতাল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিস্তৃত এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এক কিলোমিটার রাস্তা পার হতে কোন কোন স্থানে এক ঘণ্টাও লেগে যাচ্ছে। ছুটির দিনেও এমন যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, গাড়ির চাপ, এলোপাতাড়ি যান চলাচল আর ঘন কুয়াশার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
বাসচালকরা জানান, কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ৩৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার রাত দুইটা থেকে এ যানজটের সৃষ্টি হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী এক বাসযাত্রী সাজিদ আহসান বলেন, চান্দিনায়ই দুই ঘন্টা প্রায় একই স্থানে দাড়িয়ে ছিলাম। সেখান থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ২৭ কিলোমিটার আসতে পাঁচ ঘণ্টার মতো লেগেছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক জুয়েল বলেন, রাত আড়াইটার দিকে দাউদকান্দিতে এসে যানজটে আটকা পড়েন। সাত ঘণ্টায় সাত কিলোমিটারও পার হতে পারেননি তিনি।
দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু পর্যন্ত। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. সাইফুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে মূলত যানজটের শুরু। শুক্রবার সকাল ১০ টার মধ্যে তা ৬০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।