মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত করার শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জানান।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে চিঠিটি পৌঁছেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন ছাড়াও তার দলের নেতাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া ও বিরোধী দলের মর্যাদায় সংসদের বিশেষ মর্যাদার সুযোগ করে দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এরশাদ।