বাংলাদেশের চলমান রাজনীতি, সদ্য সমাপ্ত নির্বাচন ও সরকার গঠন, সংখ্যালঘুদের ওপর হামলা প্রভৃতি বিষয় এবার উঠছে ব্রিটিশ পার্লামেন্টে। বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে বলে জানিয়েছে সূত্র।
জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিষয়ক অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার আন মেইন এমপি অধিবেশনের শুরুতেই এই বিতর্কের সূত্রপাত করবেন। আন মেইন কর্তৃক বিতর্কের সূত্রপাতের পর প্রথমেই সংক্ষিপ্ত আলোচনা করবেন লেবার দলীয় এমপি সায়মন ডানকাজ।
দুই ঘণ্টাব্যাপী এই বিতর্কে বাঙালি অধ্যুষিত এলাকার দুই এমপি রোশনারা আলী ও জিম ফিটজ পেট্রিক ছাড়াও সব দলের এমপিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বিতর্কের পর বেলা ২টায় হাউস অব কমন্সে বিতর্কের আউটকাম নিয়ে সাংবাদিকদের বিফ্রিং করবেন সায়মন ডানকাজ।
ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ নিয়ে এই বিতর্কের বিষয়টি ইতোমধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।