লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে আজ বৃহস্পতিবার স্থগিত হওয়া ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টার পর ভোট গণনা শেষে নৌকা প্রতীকের ১৪ দল মনোনীত তরীকত প্রার্থী লায়ন এম আউয়াল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, দুপুর ১টায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের পক্ষে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী আবু তাহের এক সংবাদ সম্মেলনে কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কথা জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।