গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন প্রসঙ্গে বলেছেন, আমার এলাকায়ও ভোট হয়নি। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেননি। খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।’
তিনি আজ গণফোরামের স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে বস্তুত সরকারি দল ও জোটের মাধ্যমে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার ব্যবস্থা করা হয়েছে।
সভায় বক্তব্য দেন মোস্তফা মোহসীন, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন প্রমুখ।