সাতক্ষীরার সদর উপজেলার পূর্ব ভোমরা গ্রামে জামায়াত-শিবিরের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে আবু হানিফ ছোটন (১৮) নামের এক শিবির কর্মী নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে জেলা জামায়াতের দাবি পুলিশ আসামি ধরতে গিয়ে শিবিরকর্মী ছোটনকে গুলি করে হত্যা করেছে।
জানা গেছে, সে উপজেলার পদ্মশাখরা গ্রামের শহরআলীর ছেলে। তিনি শিবির কর্মী ছিলেন বলে জানিয়েছেন সাতক্ষীরা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিএসবি) আজম খান।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শনিবার ভোর রাতে পূর্ব ভোমরা এলাকায় যৌথবাহিনী আসামি ধরতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা তাদের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। এক পর্যায়ে তারা যৌথবাহিনীকে লক্ষ্য করে পর পর ১১ রাউন্ড গুলিবর্ষণ করে, মূহুর মূহুর ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে যৌথবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবদ্ধি হন শিবির কর্মী ছোটন।
গুলিবদ্ধি ছোটনকে সাতক্ষীরা হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এসময় আহত হয় সদর থানার এসআই আবুল কাসেম।
নিহত ছোটনের বিরুদ্বে গত ৯ জানুয়ারি ভোমরা পোর্ট থেকে ঢাকাগামী মালবাহী চলন্ত ট্রাকে পদ্মশাখরা এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণ করে অগ্নিসংযোগ করার ঘটনায় দ্রুত বিচার আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা রয়েছে। ওই পেট্রোল বোমা হামলায় মালবাহী ট্রাকটি পুড়ে ছাঁই হয়ে যায় এবং ট্রাকচালক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে আহত হন।