সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার প্রধান আসামি নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পাশ থেকে রব্বানীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। এসময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
জানা গেছে, রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি লক্ষীচাপ ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে।
গত ১৪ ডিসেম্বর নীলফামারী জেলা সদরের রামগঞ্জ বাজারে মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামানের গাড়িবহরে হামলা এবং পরে আওয়ামী নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ১৮ দলের সংঘর্ষে আওয়ামী লীগের চারজনসহ পাঁচজন নিহত হয়।
এ ঘটনায় পুলিশ ইউনিয়ন বিএনপির নেতা গোলাম রব্বানীকে প্রধান আসামি করে একটি মামলা করে। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
নিহত গোলাম রব্বানীর পরিবারের দাবি, ঘটনার পর থেকে গোলাম রব্বানী পলাতক ছিলেন এবং কয়েকদিন আগে তাকে যৌথবাহিনী পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে।