বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলাসহ সবধরনের সহিংসতায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আমরা নিশ্চিতভাবে হতাশগ্রস্ত।
বাংলাদেশের সবপক্ষের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা কোনো গ্রহণযোগ্য বিষয় নয়। সহিংসতা বন্ধে আমরা আহ্বান জানাচ্ছি।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জেন পিসাকি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও যারা নেতৃত্বে দিতে উচ্চাকাঙ্ক্ষী (ক্ষমতায় থাকতে) তাদের অবশ্যই ক্ষমতার মধ্যে থেকে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং সহিংসতায় বিশেষ করে সংখ্যালঘুদের ওপর হামলায় মদদ দেওয়া থেকে বিরত থাকতে হবে।