সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফনু সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফজলুর রহমান সিংড়া বাজার থেকে মোটরসাইকেলে করে কলম ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। সাউল শাহপাড়ার কাছে পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে ও
কুপিয়ে গুরুতর জখম করে।
আহত ফজলুর রহমানকে নাটোর হাসপাতালে নেয়া হলে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।