মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম মেহেরপুর জেলা জামায়াতের আমির ছমির উদ্দীনের ছেলে।
গতরাত পৌঁনে তিনটার দিকে সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়ে বন্দর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক নেতা আব্দুল মতিনকে ধরার জন্য যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ে মারে।
এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা ধরে উভয় পক্ষের গুলি বিনিময়ের মাঝখানে পড়ে তারিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে সেখান থেকে আহতাবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।