টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
আজ সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে টাঙ্গাইলের সখীপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
সোমবার ভোর শওকত মোমেন অসুস্থ বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুর দেড়টায় জাতীয় সংসদ প্লাজায়, বিকেল ৩টায় বাসাইল উপজেলা পরিষদ মাঠে ও সর্বশেষ বিকেল ৫টায় সখীপুর সৃষ্টি সংঘ মাঠে তার জানাজা শেষে সখীপুর আবাসিক মহিলা কলেজে বাবার কবরের পাশে তার দাফন করা হবে।
কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাজাহান '৮৬ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর '৯৯ সালে উপ-নির্বাচন ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।