'যারা সামরিক বাহিনীর উর্দি পরে বাজেট পেশ করেছেন, তাদের মুখে বাজেট সমালোচনা মানায় না। তাদের সে অধিকারও নেই' বললেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রস্তবাবিত বাজেটকে জনবান্ধব বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার সকালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।