'কোট কাটতে হয় কাপড়ের দিকে তাকিয়ে' বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ মন্ত্রণালয়ে বরাদ্দ সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন।
আজ শনিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির র্যালি থেকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ হয়েছে তা সম্পদের সীমিত আকারের মধ্যে হয়েছে। কারণ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেই পদ্মা সেতু, মেট্রোরেল ও জেলা সড়কের বরাদ্দ রয়েছে।'
তবে জেলা সড়কের বরাদ্দ আরো বেশি উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এই বরাদ্দে যাতে দূর্নীতি না হয় এবং সৎ ব্যবহার হয় সেজন্য টিমওয়ার্কের মধ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
সড়ক দুর্ঘটনারোধ ও সড়কের নিরাপত্তা ক্যাম্পেইন জোরদার সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, 'সবসময় ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সব সমস্যার সমধান হয় না। বরং ইঞ্জিনিয়ারিং এন্ড পোস্টম্যান এ্যাওয়ারনেসের মাধ্যমে সচেতনা বাড়বে।'
সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, 'এটা শুধু জাতীয় সমস্যা নয়, এটা জাতীয় দুর্ঘটনা। দলমত নির্বেশেষে সকলের সহযোগিতার মাধ্যমে এটা দুর করা সম্ভব। এর মাধ্যমেই জনগণের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করা সম্ভব।'