ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যার ঘটনায় আবুল হোসেন জাহাঙ্গীর (৪৫) নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ১১টায় ফেনী সদরের শর্শদী ইউনিয়নের শর্শদী গ্রামের কান্দি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর শর্শদী গ্রামের গজারিয়া কান্দি পাড়ার মতিউর রহমানের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তিনি এলাকার নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি একরাম হত্যাকাণ্ডের ভাড়াটে খুনি বলে জানা গেছে।
একরাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অন্য আসামিদের জবানবন্দিতে আবুল হোসেন জাহাঙ্গীরের নাম উঠে আসে। আবুল হোসেনসহ এই পর্যন্ত পুলিশ র্যাব ২৪ জনকে আটক করেছে। এই হত্যাকাণ্ডে মূলপরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীর বেশিরভাগ আসামি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।