ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার জাগরজুলিতে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরীফ আহমেদ (২৭) ও চট্টগ্রামের কলাবাগান এলাকার সাগর (৩৫)। নিহত আরেকজনের নাম জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার এসআই এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।