'বেসিক ব্যাংক নিয়ে যা হচ্ছে, তা ব্যাংকিং নামে চালানোর কোনো সুযোগ নেই। এটি ব্যাংক ডাকাতি ' বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
আজ রবিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয়ের এক পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'বেসিক ব্যাংক থেকে যে চার হাজার কোটি টাকা লোপাট হলো, সেটা তো জনগণের টাকা। এই ঘাটতি কোথা থেকে পূরণ করা হবে? আপনি কেন কৈফিয়ত দেবেন না।'
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি আরও বলেন, 'কালোটাকা নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে। বৈধ অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রে এই সুযোগ রাখা যেতে পারে। যেমন—জমি বিক্রির ক্ষেত্রে নিবন্ধনের সময় কম অর্থ দেখানো হয়। সে ক্ষেত্রে বাকি টাকা বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। সে জন্য আয়কর আইনে সংশোধন করতে হবে। তবে ঘুষ বা অন্য কোনো অবৈধ আয়ের ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করতে হবে।'
রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ পর্যালোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুন্নয়ের প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী।