অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'ড. কামাল হোসেন একজন ব্যর্থ লোক। তার কথার কোনো দাম নেই।'
আজ রবিবার সচিবালয়ে ড. কামাল হোসেনের মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।
মুহিত বলেন, 'বঙ্গবন্ধু তাকে (ড. কামাল) যে সুযোগ দিয়েছিলেন। তা তিনি কাজে লাগাতে পারেন নি। তিনি সফল হতে পারেন নি। সে কারণেই তিনি একজন ব্যর্থ লোক।'
উল্লেখ্য, মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায়গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছিলেন, 'অর্থমন্ত্রী জাতিকে অবাস্তব স্বপ্ন দেখিয়েছে। বিষয়টি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সে আমার বন্ধু ছিল কিন্তু সে যে মানসিকভাবে পুরোপুরি অসুস্থ তা আমি এখন বুঝেছি। অসুস্থ না হলে কেউ কি কথা নেই বার্তা নেই, শুধু হি-হি করে হাসে? তার (অর্থমন্ত্রী) ওই হি-হি আমার সহ্য হয় না।'