শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আদালতের আদেশ পালন না করার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা গৌতম কুমারকে তলব করেছেন আদালত। ৭ জুলাই তাকে আদালতে হাজির হতে হবে।
রুলের বিবাদীরা হলেন, শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও (কলেজ) পরিদর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা গৌতম কুমার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ।