ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।আজ রবিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, সংসদ সদস্য নিজাম হাজারী, প্রথম আলো পত্রিকার সম্পাদক, সিনিয়র জেল সুপার চট্টগ্রাম, নির্বাচন কমিশন সচিবসহ দশ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে ফেনীর স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। তার পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। নিজাম হাজারী দশম জাতীয় সংসদ নিজাম হাজারী দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি মামলার দণ্ডের বিষয়টি গোপন করেন।