মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালি এলাকায় ধান বোঝাই পিকআপ ভ্যান উল্টে মারা গেছেন তিনজন ধানাকাটা শ্রমিক। এরা হচ্ছেন শিবালয় উপজেলার আলোকদিয়াচরের বাসিন্দা সামিদুল (২৫), ছৈয়দ আলী (৩৩) ও খলিল (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অপর ১০জন। হতাহতদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে মানিকগঞ্জের সিংগাইরের মানিকনগর থেকে ১৪/১৫ জন শ্রমিক ধানের বিনিময়ে কাজ করে পিকআপ ভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলো । পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানে ধানের বস্তার ওপরে বসে থাকা ধানকাট শ্রমিকরা বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মারা যান এক শ্রমিক। আহত হয় ১০ জন।
আহতদের মানিকগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরো দুইজন। মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহতরা হচ্ছেন রুশনাই (৪৯), মোজা আলী (৪০), লাভলু (২৭), সাইদুল (২৭) ও তোতা মিয়া (৩৯)।