ফরিদপুরের মধুখালীতে চাঞ্চল্যকর চাঁপা রানী হত্যা মামলায় প্রধান আসামি দেবাশিষ সাহা রনিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। তবে আসামি রনি পলাতক রয়েছে।
২০১০ সালের ২৬ অক্টোবর মধুখালী উপজেলার স্কুল শিক্ষিকা চাঁপা রানীকে স্থানীয় বখাটে রনি মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে। মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হবার পর বাড়ি ফেরার পথে চাঁপা রানীকে মোটরসাইকেলে চাপা দেয় রনি। পরে হাসপাতলে নেবার পর চাঁপা রানীর মৃত্যু হয়। এ ব্যাপারে মধুখালী থানায় রনিসহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে চাঁপা রানীর পরিবার।