হাইকোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন: আশীষ রঞ্জন দাস, মাহমুদুল হক, মো. বদরুজ্জামান, জাফর আহমেদ এবং কাজী মো. ইজারুল হক আকন্দ।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।