বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বললেন, 'বর্তমানে দেশে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক। সুতরাং রমজানে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।'
আজ সোমবার সচিবালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য (ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আদা, ডাল, ছোলা, খেজুর) সামগ্রীর মজুদ, সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, 'শুধু রমজান নয়, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।'
তিনি আরও বলেন, 'পণ্য সরবরাহ ঠিক থাকলে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা মূল্য বাড়ার কোনো সুযোগ থাকবে না।'