'নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে যারা জড়িত ও যারা নির্দেশদাতা তাদের এখনও গ্রেফতার না করা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। ইচ্ছে করেই এই ঘটনায় মূল পরিকল্পনাকারিদের ধরা হচ্ছে না' বললেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ সোমবার সকালে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, 'সাত খুনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা সন্দেহভাজন কর্নেল জিয়াউল হাসান জড়িত। আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাহলে এই ঘটনার মূল সত্য বের হয়ে আসবে।'
তিনি বলেন, 'ইতোমধ্যে মেজর আরিফ ও এম এম রানাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে এসেছে আমরা তাদেরকেও গ্রেফতারের দাবি করছি।'
তিনি আরও বলেন, 'সোমবার নাটোর ও নারায়ণগঞ্জের দুই উপজেলায় নির্বাচন হচ্ছে। এ দুই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বাসায় রবিবার রাতে ভাঙচুর চালানো হয়েছে ও হুমকি দেওয়া হয়েছে। যা অতি ন্যক্কারজনক ব্যাপার।'