'বিএনপি বর্তমান সরকারকে অবৈধ বলে। তাই তারা বাজেটের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি। তত্ত্বাবধায়ত সরকারের অধীনে নির্বাচন নিয়ে তারা সংলাপের কথা বলেন। তাহলে অবৈধ সরকারের সঙ্গে বৈধ সংলাপ কিভাবে সম্ভব?' বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিরাপদ সড়ক ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক ক্যাম্পিং অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আয়োজন করে।
মন্ত্রী বলেন, 'বাজেটের ব্যাপারে বিএনপি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। তারা এ সরকারকে অবৈধ বলেন। নির্বাচনের আগে সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীসহ আমাদের দলের পক্ষ থেকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি যদি নির্বাচনে অংশ নিত তাহলে আজকের পরিস্থিতি ভিন্নতর হতে পারত।'
পরে তিনি ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন যানবাহনে স্টিকার লাগিয়ে দেন।