'বাংলাদেশে আলোচনা করার মতো কোনো সংকট তৈরি হয়নি। বিদেশি বন্ধুদের বলবো, আমাদের দেশের রাজনৈতিক বিষয় নিয়ে ঘাটাঘাটি না করলে দেশের মানুষ শান্তি পাবে' বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত ব্যবস্থাপনা ও সমন্বয় উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশে তিনি বলেন, 'বাংলাদেশের জনগণ বর্তমানে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভাবছে না। তাছাড়া, আগামী নির্বাচন নিয়ে আলোচনার সময় এখনও হয়নি। তাই বিদেশি বন্ধুদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ আলোচনায় বিশ্বাসী। এ জন্যই ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেত্রীকে আমাদের নেত্রী বার বার আলোচনায় ডেকেছেন। কিন্তু তিনি আসেননি। এখন তিনি বিদেশি বন্ধুদের কাছে ধরনা দিচ্ছেন।'