প্রশ্নপত্র ফাঁসে যাবজ্জীবন সাজার বিধান রেখে 'প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন' করার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
রিটে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন প্রণয়নে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুলও চাওয়া হয়েছে। সব পাবলিক পরীক্ষা, এমবিবিএস, বিডিএস ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনার পাশাপাশি চলমান বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
রিটে বিবাদী হিসেবে রয়েছেন শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব প্রমুখ।