যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট ও দুর্ঘটনা আমাদের জাতীয় সমস্যা। এ সমস্যা দূর করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর চৌরাস্তায় নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এক জনসচেতনতা প্রচারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, চীনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর মধ্যে টানেল তৈরির জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এর নির্মাণকাজ আমরা শুরু করতে পারব। এটা সম্পন্ন হলে কর্ণফুলীর দুই তীরে চীনের সাংহাইয়ের মতো দুটো বড় শহর হবে, যা আমাদের জাতীয় অর্থনীতিকে অনেক সমৃদ্ধ করবে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিমুল ও অভিনেত্রী হোমায়রা হিমু, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।