ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার রসুলপুরে ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক আপন (২৮) নিহত হন। আজ বুধবার সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রাক ও লরি রাস্তার মধ্যে থাকায় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।