সমুদ্র বন্দর মংলায় বিদেশী পতাকাবাহী জাহাজ এমভি হ্যানজিং-এর ক্রেন ছিড়ে দু'শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়ায় সকালের শিফটে জাহাজ থেকে মেশিনারিজ পণ্য খালাসের সময় ক্রেনের ওয়ার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ফোরম্যান আব্দুল মতিন (৩৬) ও টালি ক্লার্ক মো. জাকির হোসেন (৩২)।
জাহাজের পণ্য খালাস কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সকালের শিফটে মেশিনারিজ পন্য জাহাজ থেকে খালাসের সময় ক্রেনের ওয়ার ছিঁড়ে কনটেইনার পড়ে যায় জাহারের ডেকে। এসময় ঘটনাস্থলে ফোরম্যান আব্দুল মতিন মারা যায় ও গুরুতর আহত হয় টালি ক্লার্ক মো. জাকির হোসেন। জাকিরকে মংলা হাসপাতালের নেয়ার পথে সে মারা যায়। দু'শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়ি মংলা পৌর এলাকায়।
মংলা বন্দর চেয়ারম্যান কমোডর এইচ.আর ভুইয়া শ্রমিক নিহতের ঘটনা সত্যতা স্বীকার করেছেন।