সোমালিয়ার জলদস্যুদের হাতে প্রায় সাড়ে তিন বছর আটক থাকার পর মুক্তি পেয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন সাত বাংলাদেশি নাবিক।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কাল সকাল ৮টা ৪০ মিনিটে ওই সাত নাবিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১০ সালের ২৬ নভেম্বর সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেডোতে কর্মরত ছিলেন ওই সাত বাংলাদেশি। তাঁদের মুক্তির জন্য ছয় লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল জলদস্যুরা।