সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া পাঁচ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে (সড়ক ভবন) নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।
শপথ নেওয়া ৫ বিচারপতি হলেন, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ।
গত ৯ জুন ওই পাঁচ অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগে স্থায়ী করেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারপতি হিসেবে তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে।
২০১২ সালের ১৩ জুন এ ৫ বিচারপতিকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরের দিন তারা শপথ নেন। ওইদিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়।