নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলীর ৪৭নং সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে দিল মোহাম্মদ (৩৫) নামে এক বাংলাদেশি কাঠুরিয়া গুলিবিদ্ধ হয়েছেন।
আজ দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি-৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শফিকুর রহমান বলেন, আশারতলীর ৪৭নং সীমান্ত পিলার এলাকায় বিজিপি বৃহস্পতিবার দুপুরে গুলিবর্ষণ করে। এ ঘটনায় এক বাংলাদেশি কাঠুরিয়া গুলিবিদ্ধ হয়েছে।
স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্তবর্তী আশারতলী ৪৭নং সীমান্ত পিলার এলাকায় স্থানীয় মীর আহমদের ছেলে দিল মোহাম্মদ কাঠ কাটতে যায়। ওই সময় বিজিপি’র ছেনছড়ি সেক্টরের আমতলী ক্যাম্প থেকে ৩/৪ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ সময় একটি গুলি দিল মোহাম্মদের কোমরের নিচে লাগে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুস সালাম বলেন, দিল মোহাম্মদের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবি’র টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সেই সময় নিহত হন বিজিবি সদস্য মিজানুর রহমান।