সাতক্ষীরার ছয়ঘরিয়া এলাকায় পরিবহন ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ইসলাম মোড়ল (৪৫) নিহত হয়েছে। সে সদর উপজেলার পাথরঘাটা এলাকার মৃত ইয়াকুব্বার মোড়লের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশী তৈরী ওয়ান শুটারগান ও ৩ টি রামদা উদ্ধার করেছে। এ সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে বন্দুক যুদ্ধে এ নিহতের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, ভোর রাত সাড়ে ৩ টার দিকে ছয়ঘরিয়া এলাকায় ১৫/১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ঢাকার পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইট , পাটকেল ও গুলি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে এ সময় ডাকাত ইসলাম মোড়ল ঘটনা স্থলেই নিহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত ইসলাম মোড়ল আন্তঃজেলা ডাকাতদলের সর্দার । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।