আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বদ্ধ উন্মাদ আখ্যা দিয়ে বলেছেন, শেখ হাসিনা নয়, তার মা বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে জিয়ার রহমানের প্রকৃত হত্যাকারী কে। তিনি শুক্রবার সকাল ১১টায় তাঁর কুষ্টিয়াস্থ বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এ সময় ঈদের পর বিএনপি’র সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে হানিফ কৌতুক করে বলেন, মির্জা ফখরুল কোন ঈদের পর আন্দোলনে যেতে চান, উনারা কি ২০১৮ সালের ঈদের আন্দোলন করবেন? এ প্রসঙ্গে হানিফ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ অনেক এগিয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে সক্ষম হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ আর আন্দোলন সংগ্রাম দেখতে চাইনা। তাদের আন্দোলন জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে।