বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় সরকার তাল হারিয়ে ফেলছে। আর এই কারণে ক্রোধে অস্থির ও উন্মত্ত সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে প্রতিদিন হাত রক্তে ডুবিয়ে রাখছে। বিএনপির বিরুদ্ধে আক্রমণ করছে।” শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, “আওয়ামী নেতারা সারাদেশে মরণঘাতি বর্বরতম পরিকল্পনায় এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে এটাকে শান্তি বলে আত্মশ্লাঘা বোধ করছেন। জনগণের কোনো আর্তনাদ, হাহাকারে তারা বিচলিত হয় না। হত্যা, গুম, খুন, অপহরণের মাধ্যমে ক্ষমতায় থাকার আকাঙ্খার পারদ তাদের দিন দিন বেড়েই চলেছে। তাই তারা বিরোধী দলের নেতা-কর্মীদের রক্তে দেশকে কসাইখানা বানিয়ে ক্ষমতার আনন্দে দিশেহারা হয়ে গেছে।
‘বিএনপি’র বিরুদ্ধে আক্রমণ চলছে’ এমন মন্তব্য করে রিজভী বলেন, “রক্ত ঝরিয়ে কবরের নিস্তব্ধতায় এই বর্তমান ফ্যাসিস্টরা ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। কারণ এতকিছু নগ্ন স্বৈরতন্ত্রের বহি:প্রকাশ ঘটিয়েও বিএনপি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তায় সরকার তাল হারিয়ে ফেলছে। আর এই কারণে ক্রোধে অস্থির ও উন্মত্ত্ব সরকার কান্ডজ্ঞান হারিয়ে ফেলে প্রতিদিন হাত রক্তে ডুবিয়ে রাখছে।”