নতুন করে সংঘাত দেখা দেওয়ায় ইরাকে কর্মী পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ সরকার। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত কর্মী পাঠানো হবে না। ইরাকের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, বাগদাদে বাংলাদেশ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইরাকে থাকা বাংলাদেশি কর্মীরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।